December 23, 2024
আঞ্চলিক

পাইকগাছা থানায় নবাগত ওসি ইমদাদুল হকের যোগদান

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ ইমদাদুল হক শেখ। তিনি শুক্রবার বিকালে যোগদান করেন এবং থানায় কর্মরত সকলের সাথে মতবিনিময় করেন। উল্লেখ্য, ওসি ইমদাদুল হক পিরোজপুর সদরের নামাজপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখ ও মৃত আম্বিয়া খাতুনের ছেলে। তিনি ১৯৯০ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০০৯ সালে তিনি ওসি হিসেবে পদোন্নতি পান। অফিসার ইনচার্জ হিসেবে ঢাকার মোহাম্মদপুর, যশোরের কতোয়ালী, সাতক্ষীরা সদর, কলারোয়া ও সিলেটের গোলাপগঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঝিনাইদহ সদর থানার দায়িত্বে ছিলেন। এদিকে, সদ্য বিদায়ী ওসি আমিনুল ইসলাম বিপ্লব ডুমুরিয়া থানায় যোগদান করেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *