পাইকগাছা থানার ওসি’র সাথে ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানার নবাগত ওসি মোঃ এমদাদুল হক শেখ এর সাথে মতবিনিময় করেছেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বুধবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে নবাগত ওসি’কে ফুলেল শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি (অপারেশন) রহতম আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডল, ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, ঐক্য পরিষদ নেতা কুমুদ রঞ্জন ঢালী, মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, দেবব্রত রায় দেবু, এ্যাডঃ পিযুষ কান্তি সরকার, সুনীল কুমার মন্ডল, বিমল পাল, বি সরকার, গৌরঙ্গ মন্ডল, অখিল মন্ডল, বিমল কুমার সরকার, প্রণব সরদার ও প্রদীপ সরদার।