December 22, 2024
আঞ্চলিক

পাইকগাছা-কয়রাকে উন্নত করে তোলা হবে : এমপি বাবু

 

 

পাইকগাছা প্রতিনিধি

পবিত্র রমজান মাসে সুন্দর পাইকগাছা-কয়রা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, নির্বাচিত হওয়ার আগে ওয়াদা করে ছিলাম সেবক হয়ে কাজ করবো। ওয়াদা অনুযায়ী সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে এমপি কিংবা শাসক হিসাবে নয়, সেবক হয়ে কাজ শুরু করেছি। ভবিষ্যতেও সেবক হিসাবে কাজ করে যেতে চাই। সকলের সহযোগিতা পেলে আশা করছি খুব দ্রæত সময়ের মধ্যে নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রাকে সুন্দরভাবে সাজিয়ে মানুষের উন্নত বসবাসের উপযোগী করে তুলবো।

তিনি বুধবার বিকালে পাইকগাছা পৌরসভা, পাইকগাছা প্রেসক্লাব ও পাইকগাছা আইনজীবী সমিতি আয়োজিত পৃথক বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মেয়র সেলিম জাহাঙ্গীর, প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাক, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, মোস্তফা কামাল জাহাঙ্গীর, জেলা যুবলীগনেতা শামীম আহসান, জসিম উদ্দীন বাবু, শেখ আনিছুর রহমান মুক্ত, প্রভাষক ময়নুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ হোসেন, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, শেখ জাকির হোসেন লিটন, জিএম ইকরামুল ইসলাম, এমএম আজিজুল হাকিম ও ইলিয়াস হোসেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *