পাইকগাছা উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তাপস, সাধারণ সম্পাদক বিপুল
খবর বিজ্ঞপ্তি
সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে পাইকগাছা উপজেলা যুব ঐক্য পরিষদের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তাপস ঘোষকে সভাপতি ও বিপুল কান্তি চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায় ও সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আংশিক এই কমিটির সদস্য সংখ্যা ১৩ জন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি সুরেশ চন্দ্র মন্ডল, রিপন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ অধিকারী, সুশান্ত বৈরাগী, দেবরাজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক রঞ্জন মন্ডল, সুমন কুমার রায়, প্রচার সম্পাদক হরিচাদ মল্লিক, দপ্তর সম্পাদক কার্তিক চন্দ্র দাশ ও সদস্য অচিন্ত বিশ্বাস, মিঠুন দাশ এবং মিঠুন মন্ডলকে জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে কোঅপ্ট করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ