পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা
দ. প্রতিবেদক
গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকায় খুলনা জেলার পাইকগাছা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে যুবলীগ। শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। খুলনা জেলার পাইকগাছা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি কর্তৃক গত ৫ নভেম্বর স্বাক্ষরিত বিভিন্ন আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী। পাইকগাছা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনতন্ত্র পরিপন্থী ও শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকায় সম্মেলন প্রস্তুতি কমিটিসহ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কর্তৃক স্বাক্ষরিত সব কমিটি বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশে বিলুপ্ত ঘোষণা করা হলো।’
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ