পাইকগাছা উপজেলা যুবলীগের বিশেষ সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা যুবলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৩ নভেম্বর ৭ম কংগ্রেস সফল করার লক্ষে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত’র সভাপতিত্বে ও যুবলীগনেতা এমএম আজিজুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, যুবলীগ নেতা শেখ শহিদ হোসেন বাবুল, শেখ আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক রাজু, রমজান আলী, বাবুলাল বিশ্বাস, অহেদুজ্জামান মোড়ল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আব্দুল বারিক গাজী, সরদার জাকির হোসেন, জগদীশ চন্দ্র রায়, ডাঃ নাজির আহমেদ, মানবেন্দ্র কুমার সানা, তরিকুল ইসলাম, কেডি বাবু, আকরামুল ইসলাম, টিএম হাসানুজ্জামান, প্রসেন সানা, মৃগাঙ্গ বিশ্বাস, আনিছুর রহমান, প্রসেনজিৎ ঢালী, নাজমা কামাল, অঞ্জন কুমার মন্ডল, সাদ্দাম হোসেন, শিকদার আবু হানিফ সোহেল, দীজেন্দ্রনাথ মন্ডল, শেখ জামাল হোসেন, মোঃ আব্দুল গফফার মোড়ল, কবির উদ্দীন সরদার, ইদ্রিস আলী ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।