পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ সহ মোট ১৪ প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, আনারস পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, মটর সাইকেল পেয়েছেন উপজেলা আওয়ামলীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, দোয়াত কলম পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ। ভাইস চেয়ারম্যান পদে কৃষ্ণপদ মন্ডলের প্রতীক হচ্ছে টিউবওয়েল, শিক্ষক সুকৃতি মোহন সরকারের টিয়া পাখি, আওয়ামী লীগনেতা শিহাব উদ্দীন ফিরোজ বুলুর তালা, উপজেলা তাঁতী লীগের সভাপতি দেবব্রত রায়ের চশমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা বেগমের প্রতীক হচ্ছে হাঁস, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না খাতুনের ফুটবল, সাধারণ সম্পাদক ফাতেমাতুজ্জোহরা রূপার কলস, উপজেলা যুবলীগের সাবেক মহিলা সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নাজমা কামালের ফ্যান, মহিলা আওয়ামী লীগের পৌর সভাপতি শেখ জুলির প্রজাপতি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিপিকা ঢালীর প্রতীক পদ্ম ফুল।