January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী আনোয়ার ইকবাল

দ. প্রতিবেদক

আগামী ২০ অক্টোবর পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু। তিনি ভাষা সৈনিক, ১৯৭০ সালের জাতীয় পরিষদের সদস্য (এমএনএ), মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ এমএ গফুর এর জ্যেষ্ঠপুত্র।

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। একই সাথে তিন জেলা পরিষদ, ৯ উপজেলা পরিষদ ও ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *