পাইকগাছা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজাদের গণসংযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ। তিনি শুক্রবার সন্ধ্যায় সরল বাজার ও সকালে পৌর সদর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকলের সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী গাজী, কাউন্সিলর অহেদ আলী গাজী, মোক্তার হোসেন, নাসির গোলদার, যুবলীগনেতা মীর শাহীন হোসেন, আব্দুল মজিদ বয়াতী, কেসমত গোলদার, মিজানুর গোলদার, নজরুল গোলদার, মিন্টু মিস্ত্রী, লুৎফর রহমান, ডাঃ ফসিয়ার রহমান, ডাঃ মনোরঞ্জন রায় ও শফি সরদার।