পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
পাইকগাছা প্রতিনিধি
বিআরডিবি’র আওতাধীন পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিআরডিবি প্রশিক্ষণ হল মিলনায়তনে সমিতির সভাপতি আব্দুল খালেক গাজীর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন।
বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আফিল উদ্দীন নায়েব, আব্দুল আলী, অরবিন্দু কুমার সানা, আব্দুর রাজ্জাক, প্রকাশ চন্দ্র মন্ডল, আমিরুল ইসলাম, এজাহার আলী গাজী, হিসাব রক্ষক সুমন চৌধুরী, অধীর কুমার দাশ, আনিছুর রহমান, কাশেম আলী, নিলুফার ইয়াসমিন ও মাসুম বিল্লাহ।