পাইকগাছা উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
আগামী ১০ ডিসেম্বর খুলনা জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আ’লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস।
আ’লীগ নেতা বিজন বিহারী সরকার, জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, কৃষ্ণপদ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, গাজী মিজানুর রহমান, শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল কুমার বৈদ্য, মঙ্গল মন্ডল, সরদার মহাসিনুর রহমান, নির্মল ঢালী, আলহাজ্ব গোলাম মোস্তফা সানা, বিভুতি ভুষণ সানা, নির্মল চন্দ্র অধিকারী, শংকর দেবনাথ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, এসএম আনিছুর রহমান, এস এম আয়ুব আলী, পবিত্র মন্ডল, অনাথ বন্ধু সরদার, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মাসুমা বেগম, কৃষকলীগের উপজেলা আহবায়ক এড. শেখ আঃ রশিদ, যুগ্ম আহবায়ক প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগের উপজেলা আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক সভাপতি এস এম শামছুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, যুবনেতা এম এম আজিজুল হাকিম, গৌরাঙ্গ মন্ডল, পরেশ মন্ডল, তাঁতীলীগের উপজেলা সভাপতি দেবব্রত রায় দেবু, যুব মহিলালীগের উপজেলা সভাপতি ময়না বেগম, সম্পাদক ফাতেমাতুজজোহরা রুপা, শ্রমিকলীগের উপজেলা সভাপতি শাহাজান কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, সাবেক ছাত্র নেতা মফিজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি।