পাইকগাছা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জরুরী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
আসন্ন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের এক জরুরী সভা খুলনাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আঃ রাজ্জাক মলঙ্গী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জাতীয় কমিটির সদস্য সাবেক সাংসদ এ্যাড, শেখ মোঃ নুরুল হক। জেলা আওয়ামীলীগ সহ –সভাপতি সাবেক সাংসদ এ্যাড. সোহরাব আলী সানা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহম্দে, উপ-দপ্তর সম্পাদক এ্যাড. শাহ আলম, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব রশিদুরজ্জামান মোড়ল, যুগ্ম আহবায়ক আনোয়ার ইকবাল মন্টু, আনন্দ মোহন বিশ্বাস প্রমূখ।
সভায় পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ৩০ নভেম্বরের পরিবর্তে ২৩ নভেম্বর পূননির্ধারন করা হয়। সভায় জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতা শহীদ শেখ আবু নাসের’র সহধর্মীনি শেখ রিজিয়া নাসের ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবু’র মায়ের রোগমুক্তি কামনা করাহয়।