পাইকগাছায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ। বক্তব্য রাখেন-সাংবাদিক বি. সরকার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নার্সারী ব্যবসায়ী আনিছুর রহমান, নার্সারী ব্যবসায়ী সবুর মোড়ল ও শেখ আব্দুল হান্নান। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ১৫ ব্যক্তিকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।