পাইকগাছায় ২ লাখ চিংড়ি পোনা নদীতে অবমুক্ত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ভ্রাম্যমান আদালত ও মৎস্য দপ্তরের বিভাগীয় অভিযান পরিচালনা করার মাধ্যমে ৪ ব্যক্তিকে জরিমানা ও জব্দকৃত ২ লাখ চিংড়ি পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তালা উপজেলার ফজলে মোড়লের ছেলে পোনা ব্যবসায়ী লিটন মোড়লকে ১ হাজার টাকা জরিমানা করেন।
পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস শিববাটী ব্রীজে বিভাগী অভিযান পরিচালনা করে আশাশুনি উপজেলার লাউতাড়া গ্রামের সালাউদ্দীন সরদারকে ২ হাজার, পিরোজপুর গ্রামের মোবারক সরদারকে ২ হাজার ৫শ ও উপজেলার খড়িয়া গ্রামের রেজাউল গোলদারকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পরিত্যাক্ত অবস্থান পড়ে থাকা প্রাকৃতিক উৎসহ থেকে সংগৃহিত ২ লাখ চিংড়ি পোনা জব্দ করে শিবসা নদীতে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ।