January 21, 2025
আঞ্চলিক

পাইকগাছায় ২ ইট ভাটার কার্যক্রম বন্ধ, ৩ ভাটাকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে কয়েকটি ভাটায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভ‚মি)। গত কয়েক দিনের অভিযানে ২টি ভাটার কার্যক্রম বন্ধ ও ৩টি ভাটাকে আর্থিক জরিমানা করা হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার এলাকার দুটি ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম। অভিযানে এ পর্যন্ত ৩টি ভাটাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা এবং ২টি ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার যে সব অবৈধ ইট ভাটা রয়েছে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সে সব ভাটার বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জুলিয়া সুকায়না ও সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম জানিয়েছেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *