পাইকগাছায় ২৭৯ গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ৪ লাখ টাকার বৃত্তি প্রদান
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ২৭৯ গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ৪ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, হাবিবুল্লাহ বাহার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৩, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৮ ও মাধ্যমিক পর্যায়ের ৩৯ সহ মোট ২৭৯ গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ৪ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।