পাইকগাছায় ২শ’ গ্রাম গাঁজাসহ আটক ২
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ ২শ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার ভৈরবঘাটা আদর্শ গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে মফিজুল ইসলাম (৩৪) ও মৃত মাদার শেখের ছেলে আজিবর শেখ (৩৫)।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে থানার এসআই মহিউদ্দীন আহমেদ ও এএসআই মিরাজুল ইসলাম মিরাজ শামুকপোতা বাজার চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজা সহ মজিফুল ও আজিবরকে হাতেনাতে আটক করে।
ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। যার নং- ১১, তাং ৯/৫/২০১৯ ইং।