January 22, 2025
আঞ্চলিক

পাইকগাছায় ১০ লাখ পারশে পোনা নদীতে অবমুক্ত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় জব্দকৃত ১০ লাখ পারশে পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। উপক‚লীয় অঞ্চলের নদ-নদী (প্রাকৃতিক উৎস) থেকে অবৈধভাবে পারশে পোনা আহরণের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার নির্দেশে মৎস্য দপ্তর ও থানা পুলিশ শনিবার সকালে নদীতে অভিযান চালিয়ে পারশে পোনা বহনকারী একটি নৌকা জব্দ করে। পরে জব্দকৃত ১০ লাখ পারশে পোনা শিববাটী ব্রীজ সংলগ্ন শিবসা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ ও এসআই মিন্টু মিয়া।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *