পাইকগাছায় হালনাগাদ ও শুদ্ধিকরণ করা হচ্ছে মৎস্যজীবী উপকারভোগীদের তালিকা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলার নিবন্ধনকৃত ৪ হাজার ৮৬৬ মৎস্যজীবী উপকারভোগীর তালিকা হালনাগাদ ও শুদ্ধিকরণ করা হচ্ছে। এ লক্ষে বৃহস্পতিবার সকালে ট্যাগ অফিসারদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনসহ সংশ্লিষ্ট ট্যাগ অফিসারবৃন্দ।
উল্লেখ্য, ইতোপূর্বে দেশের বিভিন্ন স্থানে মৎস্যজীবীদের যে তালিকা নিবন্ধন করা হয়েছে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দেয়। এ জন্য পূর্বের নিবন্ধনকৃত তালিকা হালনাগাদ ও শুদ্ধিকরণ করার উদ্যোগ নিয়েছে সরকার। অত্র উপজেলার ৪ হাজার ৮৬৬ মৎস্যজীবী উপকার ভোগীর তালিকার সংখ্যা একই পরিমাণ রেখে তালিকার মধ্যে যারা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে, মারা গেছে, পেশা পরিবর্তন করেছে ও একই ব্যক্তির দ্বৈত নাম রয়েছে এসব বিষয় গুলো যাচাই বাছাই করে একটি সঠিক হালনাগাদ তালিকা প্রণয়ন করা হবে।