পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের হাম-রুবেলা ক্যাম্পেইনের ট্রেনিং কার্যক্রম বর্জন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইনের ট্রেনিং কার্যক্রম বর্জন করে ২২ ফেব্রæয়ারি থেকে ইপিআই সহ স্বাস্থ্য সহকারীদের সকল কার্যক্রম বর্জন করার ঘোষণা দিয়েছে কর্মরত স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশ হেল্থ এ্যাসিস্টান্ট এসোসিয়েশন টেকনিক্যাল পদমর্যদা সহ ৪ দফা দাবীতে সারাদেশে একযোগে কর্মসূচি পালন করছে।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন ট্রেনিং কার্যক্রম বর্জন করে স্বাস্থ্য সহকারীরা। এ সময় তারা দাবী পূরণ না হলে আগামী ২২ ফেব্রæয়ারী থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বর্জন করার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, হেল্থ এ্যাসিস্টান্ট এসোসিয়েশনের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক কাজল সরকার, সিরাজুল ইসলাম, রুহুল কুদ্দুস, জেবুন্নেছা, হালিমা, শাহানারা, কল্পনা ও রোকেয়া সহ সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ।