পাইকগাছায় স্বামীর রহস্যজনক মৃত্যু : স্ত্রী আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় কৃষ্ণপদ ঘোষ (৩৮) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার দাবী করেছে। অপর দিকে আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ মৃতের স্ত্রী দেবী মন্ডল (২৮) কে আটক করেছে। আত্মহত্যাকারী কৃষ্ণপদ উপজেলার দেলুটি ইউনিয়নের সেনেরবেড় গ্রামের মৃত সুরেন্দ্র ঘোষের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার রাত ১০টার দিকে কৃষ্ণপদ নিজ বসত ঘরের আড়ায় গলায় চাদর পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে শনিবার সকালে থানা পুলিশের এসআই অনিষ মন্ডল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠায়। এ সময় আত্মহত্যার বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় সন্ধেহ জনক কৃষ্ণপদ ঘোষের স্ত্রী দেবী মন্ডলকে আটক করে।
এ ব্যাপারে এসআই অনিষ মন্ডল জানান, মৃতের মুখে আচড়ের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। থানার ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক স্ত্রী দেবী মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা সম্ভব হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।