পাইকগাছায় স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ভাইপোদের নামে সম্পত্তি লিখে দিতে নিষেধ করায় স্ত্রীকে বেদড়ক পিটিয়ে জখম করে বাড়ী থেকে বের করে দিয়েছে পাষন্ড স্বামী। এ ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে উপজেলার খড়িয়া গ্রামে। বোরবার লস্কর ইউপি চেয়ারম্যানের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ২০ বছর পূর্বে মৃত তকিম ঢালীর ছেলে শফিকুলের সাথে গড়েরাবাদের মৃত বাসতুল্য সানার মেয়ে খালেদা খাতুনের বিয়ে হয়। সেখানে তার ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। সম্প্রতি শফিকুল ঢালী তার নামীয় সম্পত্তি নিজ ভাইপোদের নামে লিখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি জানার পর স্ত্রী খালেদা শফিকুলের কাছে জানতে চাই এবং নিজ ছেলে-মেয়েদের নামে দিতে বলে। ভাইপোদের নামে কেন দেবে। এসব কথা বুঝে উঠার আগেই স্ত্রীকে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করে। যাতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে দেয়। স্থানীয়রা জানতে পেরে তার পিত্রালয়ের খবর দিলে তার মা মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।