পাইকগাছায় সালাম হত্যার রহস্য উন্মোচন একজনের স্বীকারোক্তি, আলামত উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ৩ দিন পর মৎস্যজীবী সালাম হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। মামলার ৩নং স্বাক্ষী আবুল হোসেন এ খুনের দায়ভার স্বীকার করেছে। মায়ের পরকীয়ার কারণে মৎস্যজীবী সালামকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে বলে পুলিশের কাছে আবুল স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ মিনহাজ নদী থেকে হত্যায় ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করেছে।
গত বুধবার রাতে উপজেলার পূর্ব চর গজালিয়া গ্রামের মৃত মোহর আলী গাজীর ছেলে মৎস্যজীবী সালাম গাজী (৫৫) কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সেলিম হোসেন বাদী হয়ে ১০/১২ জনকে আসামী করে থানায় হত্যা মামলা করে। পুলিশ প্রাথমিকভাবে ৩ জনকে আটক করলেও হত্যার রহস্য উৎঘাটন করতে পারেনি। ব্যাপক তদন্ত ও তথ্য অনুসন্ধান শেষে পুলিশ মামলার ৩নং স্বাক্ষী একই এলাকার আনিছ গাজীর ছেলে আবুল হোসেনকে সন্দেহ হলে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে সালাম হত্যার দায়ভার স্বীকার করে।
ওসি এমদাদুল হক শেখ জানান, মামলার স্বাক্ষী আবুল সালামকে খুন করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। তার মায়ের সাথে সালামের পরকীয়া রয়েছে। এ জন্য সে কুড়াল দিয়ে সালামকে কুপিয়ে হত্যা করে। তার স্বীকারোক্তি মোতাবেক হত্যায় ব্যবহৃত কুড়ালটি শনিবার বিকালে মিনহাজ নদীতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তার মাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আছাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আবুল বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে।