পাইকগাছায় সানসেড ভেঙ্গে মাদরাসা ছাত্রের মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বিল্ডিং এর সানসেডের আঘাতে ৪র্থ শ্রেনীর মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইলিয়াস হোসেন (৯) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে উপজেলার হিতামপুর গ্রামের অহিদুল শেখের ছেলে ও রাড়ুলী দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্র। তার পিতা বাক ও মা মানসিক প্রতিবন্ধি।
মঙ্গলবার সন্ধ্যায় সে তার তিন বন্ধু কে নিয়ে খেলা করছিল। নিহত ইলিয়াসের চাচা তার আকছেদুল শেখ তার পাকা ঘর ভেঙ্গে ফেলছে। কিন্তু সম্পুর্ণ বিল্ডিং অপসারন না হওয়ায় তার সানসেড ঝুলানো অবস্থায় ছিল। হঠাৎ সানসেড তার মাথার উপর ভেঙ্গে পড়লে ঘটনা স্থলে ইলিয়াসের মৃত্যু হয়।
ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, রাতেই লাশটি সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।