পাইকগাছায় সরকারি কেয়ারের রাস্তা লীজ ঘেরে পরিণত; সংস্কারের দাবী
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় সরকারি কেয়ারের রাস্তা লীজ ঘেরে পরিণত হয়েছে। উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাড়িয়ারডাঙ্গা গ্রামের বাবলু সরদারের বাড়ীর পাশ দিয়ে পাইকগাছা-কয়রার মেইন সড়ক থেকে চাঁদমুখী অভিমুখে কেয়ারের রাস্তা। রাস্তার দুই পাশে ঘের থাকার স্থানীয় মালিক কমলাপুর গ্রামের মোস্তফা গাজী, আব্দুল ওহাব, মনিরুল গাজী, লতিফ গাজী, রজত গাজী, মামছুর গাজী, সলেমান গাজী দীর্ঘদিন ঘের করে আসছে। তারা সরকারি রাস্তাকে নিজের ঘেরে বাঁধ হিসাবে ব্যবহার করে সরকারি রাস্তার কেটে কেটে তার কোন চিহ্ন নেই, রাস্তা পরিণত হয়ছে ঘেরের ফাড়ি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাধীনতা পর থেকে কেয়ারের রাস্তাটি হয়েছিল। সেই থেকে এলাকার লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করে আসছিল। লিজ ঘেরের পূর্বে রাস্তা ১৫ থেকে ২০ ফুট চওড়া ছিল। বর্তমানে রাস্তা ২ থেকে ৩ ফুট আছে। আব্দুল করিম জানান, ঘের মালিকরা স্থানীয় এবং দলীয় ক্ষমতা দেখিয়ে তাদের ঘেরে পাশ দিয়ে আলাদা বাধ না দিয়ে সরকারি রাস্তাকে লীজ ঘেরের বাধ হিসেবে ব্যবহার করে আসছে, এখন সরকারি রাস্তা নেই। ঘের মালিক আব্দুল ওহাব বলেন, কয়েক বছর আগে আমাদের এলাকায় বণ্যার পানিতে প্লাবিত হয়েছিল তখন রাস্তার অধিকাংশ জায়গায় নষ্ট হয়ে ছিল। ইতিপূর্বে আমরা স্থানীয় মেম্বরকে কয়েক বার রাস্তা সংস্কারের কথা বললে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বর্তমান ইউপি সদস্য ফজলুল হককে রাস্তা সংস্কারের কথা বললে তিনি বিভিন্ন অজুহাতে এগিয়ে যান। ইউপি সদস্য বলেন, আমি ঘের মালিকদের বারবার তাদের আলাদা বাঁধ দেওয়ার কথা বললে তারা আমার কথা না শুনে সরকারি রাস্তা কেটে ঘেরের বাঁধ হিসাবে ব্যবহার করে আসছে। ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের রাস্তা এমন আছে তা আমার জানা নাই। স্থানীয় ইউপি সদস্যরা জানালে অবশ্যই রাস্তা সংস্কারের ব্যবস্থা নিতাম। উক্ত রাস্তা সংস্কারের দাবী ও ঘের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কতৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।