পাইকগাছায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান। বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পলী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, খালেদা খাতুন, ছন্দা ঘোষ, সুষ্মিতা রানী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আশালতা, ইউপি সদস্য প্রীতিলতা ঢালী, মাওঃ শামছুদ্দীন ও মহিদুল ইসলাম।