November 28, 2024
আঞ্চলিক

পাইকগাছায় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

 

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, হরেকৃষ্ণ দাশ, মাওঃ আব্দুস সাত্তার, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, প্রভাষক নজরুল ইসলাম, মোমিন উদ্দীন ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ বছরের জন্য শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কলেজ পর্যায়ে কপিলমুনি কলেজ, শ্রেষ্ঠ শিক্ষা প্রধান হাবিবুল্লাহ বাহার, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সহকারী অধ্যাপক পরিমল কুমার সাধু, শ্রেষ্ঠ শিক্ষার্থী পল্লব সাধু, শ্রেষ্ঠ রোভার স্কাউটস গ্রæপ পাইকগাছা কলেজ, শ্রেষ্ঠ রোভার শিক্ষক মোমিন উদ্দীন, শ্রেষ্ঠ রোভার সাইদুর রহমান, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মাওঃ আব্দুস সাত্তার, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক গোলজার হুসাইন, শেষ্ঠ শিক্ষার্থী মরিয়াম আক্তার সাদিয়া, মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষা প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক স্বজল কান্তি সরকার, শ্রেষ্ঠ শিক্ষার্থী তৃণা মন্ডল, শ্রেষ্ঠ স্কাউটস গ্রæপ কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক প্রধান শিক্ষক দীপক চন্দ্র মন্ডল ও শ্রেষ্ঠ স্কাউটস আদ্রিতা নির্বাচিত হন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *