December 23, 2024
আঞ্চলিক

পাইকগাছায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাইকগাছা প্রতিনিধি

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পাইকগাছায় যুবলীগের উদ্যোগে সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা যুবলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপজেলা কমিটির আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক আনোয়ার ইকবাল মন্টু ও আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, আ’লীগ নেতা গাজী শহিদুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ।

যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবুল, শেখ আতাউর রহমান, আঃ রাজ্জাক রাজু, জগদীশ রায়, মোঃ অহিদুজ্জামান মোড়ল, শেখ জিয়াদুল ইসলাম, এস এম নূরুল ইসলাম, রামচন্দ্র টিকাদার, মোঃ আকরামুল ইসলাম, প্রনব কান্তি মন্ডল, মানবেন্দ্র কুমার মন্ডল, বিদ্যুৎ কুমার বিশ্বাস, মোঃ আনিছুর রহমান গাজী, শিমুল বিল্লাল বাপ্পী, নাজমা কামাল, খুকু মনি, মৃগাঙ্ক বিশ্বাস, প্রসুন কুমার সানা, মোঃ আব্দুল গফফার মোড়ল, কবির উদ্দীন সরদার, শিকদার আবু হানিফ সোহেল, শেখ জামাল হোসেন, ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, দীপংকর কুমার মন্ডল, মোঃ মফিজুল ইসলাম, সুব্রত কুমার মন্ডল, মোঃ সাদ্দাম হোসেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জন্মদিনে কেক কাটেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *