পাইকগাছায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের বুনিয়াদি প্রশিক্ষণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মৌলিক সাক্ষরতা প্রকল্প’র শিক্ষক ও সুপারভাইজারদের ৫ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা প্রোগ্রাম অফিসার শেফালী খাতুন। বক্তব্য রাখেন, প্রভাষক বজলুর রহমান ও সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন। উল্লেখ্য, অত্র প্রকল্পের আওতায় ধাপে ধাপে ৬১৫জন শিক্ষক ও সুপার ভাইজারকে বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে।