December 21, 2024
আঞ্চলিক

পাইকগাছায় মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে, উপজেলা পরিচালন ও উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপী ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার সকালে অফিসার্স ক্লাব ও পল্লী উন্নয়ন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। ২৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ইমদাদুল হক ও প্রদীপ কুমার দাশ।

পরিদর্শনকালে ইউএনও জুলিয়া সুকায়না বলেন, প্রত্যেক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণলব্দ জ্ঞান যাতে কাজে লাগাতে পারে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এ জন্য প্রত্যেককে সনদপত্র প্রদান করার পাশাপাশি প্রয়োজনী ইলেকট্রনিক্স সামগ্রী প্রদান করা হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *