পাইকগাছায় মুরগীর ব্যবসার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৮
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মুরগীর ব্যবসার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা ও এজাহার দায়ের হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁদখালী বাজারে মুরগীর ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কালিদাশপুর গ্রামের মালেক সরদারের ছেলে ইয়াসিন সরদারের সাথে একই এলাকার মঈন উদ্দীন গাজীর ছেলে আবু তালেব গংদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে চাঁদখালীস্থ মুরগীর বাজারে দু’পক্ষের মধ্যে মারপিট ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইয়াসিন গংদের ইয়াসিন, গফফার সরদার, মজিদ সরদার, আজু সরদার ও হোসেন সরদার আহত হয়। এ ঘটনায় ইয়াসিনের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ হাবিবুর রহমান সহ ১০জনকে আসামী করে থানায় মামলা করেছে। যার নং- ২৩, তাং- ১৪/০৭/২০১৯ ইং।
অপরদিকে আবু তালেব গংদের আবু তালেব, সাইদুল, রায়হান ও মাজেদ গাজী সহ ৩/৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে। এ ঘটনায় তালেবের পিতা মঈন উদ্দীন গাজী বাদী হয়ে প্রতিপক্ষ মালেক সরদার সহ ১০ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছে। উভয় পক্ষের আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।