December 21, 2024
আঞ্চলিক

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় উপজেলা সিভিল সোসাইটি পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউকেএইড এর অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে মুক্তি ফাউন্ডেশনের হত দরিদ্র মানুষের ক্ষমতায়নের মাধ্যমে সম্পদে প্রবেশাধিকার ও জীবন জীবিকার উন্নয়ন প্রকল্পের আওতায় এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। প্রকল্পের কার্যক্রমের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জোশেফ মন্ডল। বক্তব্য রাখেন প্রোজেক্ট অফিসার আবুল কালাম আজাদ, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর ও নারী উদ্যোক্তা মোনালিসা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *