পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইউকেএইড- এর অর্থায়নে ও মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মন্টু, আলাউদ্দীন মোড়ল, আব্দুর রাজ্জাক, মোঃ রফিক, আব্দুস সালাম, মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী জোসেফ মন্ডল, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শেখ দ্বীন মাহমুদ, তপন পাল ও গ্রাম আদালত সহকারী শুক্লা মিশ্র।