পাইকগাছায় মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা পরিচালন ও উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা) প্রকল্পের আওতায় মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা বিষয়ক মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার মীর নূরেআলম সিদ্দিকী। প্রশিক্ষ ছিলেন খায়রুল ইসলাম ও খায়রুল বাশার। উপজেলা পরিষদ ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত প্রশিক্ষনে ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।