পাইকগাছায় মাদক বিরোধী টাস্কফোর্সের সমাবেশ
পাইকগাছা প্রতিনিধি
খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, “খুলনাকে যেকোন মূল্যে মাদকমুক্ত করা হবে।” গতকাল রোববার সকালে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাদক বিরোধী টাস্কফোর্সের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন, পুলিশ সুপার এস,এম, শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।
বক্তৃতা করেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ। সমাবেশে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে দুপুরে অতিথিবৃন্দ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তগণের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ দেন। আগামী ৩১ মার্চ ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশ দেয়া হয়।