পাইকগাছায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) রহমত আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিষ্ণপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, কেএম আরিফুজ্জামান তুহিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।