November 24, 2024
আঞ্চলিক

পাইকগাছায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রূপা’র মতবিনিময়

 

 

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও কলস প্রতীকের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমাতুজ্জোহরা রূপা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী ক্ষমতায়ন ও নারী উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। সরকারের নানামূখী পদক্ষেপের ফলে নারী ক্ষমতায়নের উন্নয়ন হলেও এখনো সমাজে নারীরা অবহেলিত রয়েছে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। তিনি সোমবার বিকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

রূপা আরো বলেন, আমার মরহুম পিতা জামশেদ আলী একজন সফল স্কুল শিক্ষক ছিলেন। পিতার ইচ্ছে ছিলো তিনি উপজেলা নির্বাচন করার মাধ্যমে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করবেন। পিতার সেই স্বপ্ন পুরণ করার লক্ষেই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে নির্বাচন করছি। সাংগঠনিক কর্মকান্ড করতে গিয়ে এলাকার প্রায় প্রতিটি মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। সবার কাছে আমার যথেষ্ট গ্রহণ যোগ্যতা রয়েছে। দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ স্বেচ্ছায় আমার জন্য কাজ করছে। কিন্তু কোন কোন প্রার্থী আচারণবিধি লঙ্ঘন করে আমার কর্মী সমর্থকদেরকে কাজ করতে বাঁধা দিচ্ছে। এলাকার মানুষ যেভাবে সাড়া দিয়েছে আশা করছি ৩১ মার্চের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কলস প্রতীক জয়লাভ করবে। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন ও গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রূপার ভাই জিএম মোরশেদ বাওয়ালী সহ কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *