পাইকগাছায় মফস্বল সাংবাদিক ফোরামের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফোরামের পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে ফোরামের উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
ফোরামের সাধারণ সম্পাদক এন. ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, পাইকগাছা সরকারি কলেজের অধ্যাক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) মোঃ রহমত আলী, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, আওয়ামীলীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রেসক্লাব সভাপতি এফ,এম,এ রাজ্জাক, সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, যুবলীগ নেতা এম,এম,আজিজুল হাকিম। বক্তব্য রাখেন, এ্যাড. মোজাফ্ফার হাসান, ফোরামের সহ-সভাপতি এস,এম, আলাউদ্দিন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, বি. সরকার, আলাউদ্দীন রাজা, জি,এ, গফুর, ¯েœহেন্দু বিকাশ, এস,এম, বাবুল আক্তার, কৃষ্ণ রায়, ইমদাদুল হক, প্রমথ রঞ্জন সানা, রবিউল ইসলাম, আবুল হাশেম, অমল মন্ডল, এ্যাড. হুমায়ুন কাদির ও মোঃ আব্দুল গফফার মোড়ল।