পাইকগাছায় ভিক্ষুুক পুনর্বাসনে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ভিক্ষুক পুনর্বাসন, বয়স্কদের মধ্যে শীতবস্ত্র ও প্রতিবন্ধী সদস্যদের মধ্যে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে। গদাইপুরে আরআরএফ-এর নিজস্ব কার্যালয়ে সকাল ১০টায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ-এর অর্থায়নে এ সব প্রদান করা হয়। ভিক্ষুক পুনর্বাসনে গদাইপুর আশ্রয়ন কেন্দ্রের কুনি বিবি (৫০) ও বান্দিকাটি গ্রামের রিজিয়া বেগম (৫৫) কে ১ লাখ করে ২ লাখ টাকার উপকরণ, ১শ জন বৃদ্ধকে কম্বল ও চাদর এবং সংস্থার ৫জন প্রতিবন্ধী সদস্যকে ৪১ হাজার ২৯৯ সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পাইকগাছা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী এসব বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার উপ-পরিচালক শামীম উদ্দীন খান। স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, শেখ আরিফুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, এখলাছুর রহমান, আব্দুল্লাহ আল-জুবায়ের, রনি মন্ডল, তারক মজুমদার প্রমুখ।