পাইকগাছায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার হরিঢালী ইউনিয়নের বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুর সভাপতিত্বে যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউনিয়ন সমাজকর্মী এসএম শহিদুল হক, জহুরুল হক, ইউপি সদস্য হাবিবুর রহমান, রাজিব গোলদার, রোকনুজ্জামান, ফারুক হোসেন লাকি, মান্নান হাজরা, আবুল বাশার গাজী, শওকত গাজী, আনোয়ারা বেগম, রোকসানা বেগম, তৃষ্ণা বেগম ও যুবলীগনেতা জহুরুল হক।