পাইকগাছায় ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় এক ভাই অপর পাঁচ ভাইয়ের সম্পত্তি জোর পূর্বক জবর দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। মতিয়ার গাজী নামে ওই ভাই অপর পাঁচ ভাইকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী গ্রামের মৃত শামছুর গাজীর আতিয়ার রহমান, মতিয়ার রহমান, শফি গাজী, রফিকুল ইসলাম গাজী ও হারুন গাজী সহ ৬ ছেলে রয়েছে। ৬ ভাই চারবান্ধা মৌজায় ৪ বিঘা জমির ওপর বসতবাড়ী তৈরী করে দীর্ঘদিন বসবাস করে আসছে। পিতার মৃত্যুর পর নালিশী সম্পত্তি ৬ ভাই সমান ভাগে ভাগ করে ভোগ দখল করে আসছে। দীর্ঘদিন তারা শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকলেও সম্প্রতি মেঝ ভাই মতিয়ার গাজী নালিশী সম্পত্তির মধ্য থেকে ৫ কাটা জমি জোর পূর্বক দখলের জন্য বিভিন্ন ধরণের পায়তারা করে আসছে। এমন কি মিথ্যা অভিযোগ দিয়ে ৫ ভাইকে হয়রানী করছে বলে অভিযোগ করেছেন অপর ৫ ভাই। যে কোন মুহূর্তে নালিশী সম্পত্তির ৫ কাটা জমি দখল করতে পারে এমন আশংকায় এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ভাইয়েরা।