December 26, 2024
আঞ্চলিক

পাইকগাছায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুকৃতির গণসংযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ নেতা সুকৃতি মোহন সরকার।

তিনি গতকাল বৃহস্পতিবার দিনভর উপজেলার কাশিমনগর, কপিলমুনি বাজার, আগড়ঘাটা বাজার, বোয়ালিয়া, হিতামপুর ও পৌর সদর সহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গণসংযোগ ও মতবিনিময় করে এলাকাবাসীর কাছে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, আওয়ামী লীগনেতা যুগোল কিশোর দে, আনন্দ মোহন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, বিদ্যুৎ বিশ্বাস, কুমুদ রঞ্জন রায়, গৌতম মিস্ত্রী, চম্পক বিশ্বাস, নিখিল গোলদার, সঞ্জিত মন্ডল, হিরোক মন্ডল, সুব্রত রায়, সঞ্জিত ঢালী, মিহির সরকার, সবুজ মন্ডল, গোষ্ঠ সরকার, অভিজিৎ মিস্ত্রী, সুজিত মৃধা ও দীলিপ সরকার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *