পাইকগাছায় বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার সকালে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কপিলমুনি ইউনিয়নের বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, ইউপি সদস্য ইজাহার আলী, আলাউদ্দীন মোড়ল, আব্দুর রাজ্জাক ও ইউনিয়ন সমাজকর্মী এসএম শহিদুল হক।