December 24, 2024
আঞ্চলিক

পাইকগাছায় বিভিন্ন সিআইজি কৃষক সংগঠনকে চেক বিতরণ

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বিভিন্ন সিআইজি গ্র“প সংগঠনকে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য ১৬ লাখ ২৫ হাজার ৪শ টাকার চেক বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রোজেক্ট (এনএটিপি-২) এর আওতায় কৃষি স¤প্রসারণ অধিদপ্তর পাইকগাছার পক্ষ থেকে মটবাটী মহিলা সিআইজি, ফুলবাড়ী তরমুজ চাষী, ঢেমশাখালী, বাঁকা পুরুষ ও দেবদুয়ার যুব সিআইজি গ্র“প সহ ৫টি সিআইজি সংগঠনকে ৫টি পাওয়ার ট্রলার ও ৩টি পিকআপ ক্রয়ের জন্য এআইএফ-২ ম্যাচিং গ্রান্ট এর এ চেক বিতরণ করা হয়।
গতকাল রবিবার বিকালে কৃষি অফিস মিলনায়তনে সংগঠনের নেতৃবৃন্দের নিকট চেক বিতরণ করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগনেতা শিহাব উদ্দীন ফিরোজ বুলু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুণ্ড, দিবাকর বিশ্বাস, গোলাম সরোয়ার, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, দেব দাশ রায়, সিআইজি গ্র“পের রাম টিকাদার, আনারতী ঢালী, শিবানী সরকার ও পরমানন্দ সানা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *