পাইকগাছায় বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা পর্যায়ে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিজয় ফুল তৈরী, জাতীয় সংগীত, দেশাত্ববোধক গান ও কবিতা আবৃতি সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, রহিমা আক্তার শম্পা, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী অধ্যাপক আমান উল্লাহ আমান, প্রভাষক ময়নুল ইসলাম ও লিলিমা খাতুন।