পাইকগাছায় বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা পৌরসভার সরল বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে জামায়াত-বিএনপি সমর্থিত কিছু ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে হামলা করে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও পুলিশের রহস্য জনক ভ‚মিকা ছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন। এ ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে হামলাকারীদের মধ্যে থানায় এজাহার দায়ের ও বাজারে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, সরল বাজারে ভাংচুর হচ্ছে এমন খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছালে ভাংচুর ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো।