পাইকগাছায় বজ্রপাতে নিহত ১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার জানান, মালথ গ্রামের মৃত মোহর আলী ফকিরের ছেলে ছবর আলী ফকির (৫০) ঘটনার দিন সোমবার বিকালে সাড়ে ৩টার দিকে লতার শংকরদানা এলাকার চিংড়ি ঘেরে বাঁশ চেরাইয়ের কাজ করছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছবর আলীর মৃত্যু হয়। এ ঘটনায় আরো এক ব্যক্তি আহত হয়। যাকে তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।