পাইকগাছায় প্রীতি ফুটবল খেলায় দেবাশীষ ফুটবল একাডেমীর জয়লাভ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় প্রীতি ফুটবল খেলায় দেবাশীষ ফুটবল একাডেমী জয়লাভ করেছে। কৃতি ফুটবলারদের সমন্বয়ে টিম গঠনের লক্ষে সোমবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে প্রীতি এ ফুটবল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠিত খেলায় খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনকে ২-১ ব্যবধানে পরাজিত করে দেবাশীষ ফুটবল একাদশ জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ও সাবেক ফুটবলার আব্দুস সালাম কেরু, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রনজু, সাবেক ফুটবলার আজুবর রহমান, রমেশ গাঙ্গলী, শফিকুল ইসলাম, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের কোচ তুষার কান্তি মন্ডল, ম্যানেজার শ্রীষ কান্তি রায়, দেবাশীষ মন্ডল, বাচ্চু লোহানী ও রাজা। এদিকে খেলার মাঠের মধ্যের পৌরসভার পানির পাইপ লাইন সরিয়ে নেওয়ার জন্য পৌরসভা ও নবলোক কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।