January 11, 2025
আঞ্চলিক

পাইকগাছায় প্রভাবশালীদের বিরুদ্ধে পেরিফেরিভুক্ত জায়গা দখলের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার চাঁদখালী বাজারের পেরিফেরি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, উপজেলার চাঁদখালী বাজারে সরকারি পেরিফেরি ভুক্ত জায়গা স্থানীয় প্রভাবশালীরা ক্ষমতার দাপটে বাজারের জায়গা দখল করে স্থাপনা তৈরি করছে। কয়েক মাসের ব্যবধানে বাজারের চাঁদনী চত্বর, পুরাতন গোডাউনের তিনপাশ, কশাইখানা সহ গুরুত্বপ‚র্ণ স্থানগুলি টিনের ছাউনি ও বাঁশের ঘেরা বেড়া দিয়ে দখল করছে।

নামপ্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যবসায়ী বলেন, প্রভাবশালীরা দখল নিয়ে পজেশন বিক্রি করছে।

বাজারের দোকানদার হাবিবুর রহমান বলেন, আমরা কর-খাজনা দিয়ে স্থায়ী ব্যবসা-বাণিজ্য করলেও অবৈধ দখলদাররা যত্রতত্র জায়গা দখল করে পরিবেশ নষ্ট করছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বলেন, আমি বাজারটি সুন্দরভাবে সাজাতে চেয়েছিলাম। কিন্তু কিছু দুষ্টু প্রকৃতির লোকের কারণে সেটা সম্ভব হচ্ছে না। প্রভাবশালীরা ক্ষমতার দাপট দেখিয়ে ইচ্ছামত সরকারি জায়গায় স্থাপনা তৈরি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না বলেন, রেভিনিউ দিয়ে অনেকে বাজারে ব্যবসা করছে। নতুনভাবে কয়েকটি আবেদন পেয়েছি। এর বাইরে যদি কোন অবৈধ দখলদার থেকে থাকে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *