পাইকগাছায় প্রতিপর শিক্ষক পরিবারের হামলায় আহত ৩
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ শিক্ষক ভাই ও তার পরিবারের হামলায় প্রতিবন্ধি ভাইয়ের স্ত্রী সহ একই পরিবারের ৩জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার মঠবাটী গ্রামের মৃত বিষ্টুপদ দেবনাথের ছেলে শ্যামল, পরিমল ও প্রতিবন্ধি অমল দেবনাথের সাথে ভাই শিক্ষক নির্মল দেবনাথের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ইউপি চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বসতবাড়ীর জায়গা উভয়ের মধ্যে বন্টন করে দিলেও শালিসী বৈঠকের সিদ্ধান্ত উপেক্ষা করেন শিক্ষক নির্মল দেবনাথ।
এদিকে ঘটনার দিন বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ৩ ভাইয়ের মধ্যে পরিমল দেবনাথ বসতবাড়ীর নিজেদের অংশের ঘেরা-বেড়ার কাজ করলে প্রতিপক্ষ বড় ভাই শিক্ষক নির্মল দেবনাথ ও তার পরিবার পরিমল (৫৫), প্রতিবন্ধি অমলের স্ত্রী মল্লিকা দেবনাথ (৪২) ও তার ছেলে অন্তুকে মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে কলেজ শিক্ষক শ্যামল দেবনাথ জানিয়েছেন।